পূরণ হয়েছে চিত্রনায়ক শাকিবের স্বপ্ন

Share Now..

বিপিএলের গেল কয়েক আসরের মতো এবারের আসরেও পরিবর্তন হয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা। আর এবারের ঢাকার মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। নিজেদের দল সাজাতে গতকাল তিনি উপস্থিত ছিলেন ড্রাফটেও। যেখানে বেশ কিছু তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছেন।

তাদের মধ্যে অন্যতম টাইগার কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও তানজিদ হাসান তামিমকে। এছাড়া ড্রাফট থেকে সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধর মতো পারফরমার ক্রিকেটারদের দলে নিয়েছেন। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে জনসন চার্লস, স্টিভেন এসকেনজাই, আমির হামজা হোটাক ও সাইম আইয়ুবকে দলে নিয়েছে। সব মিলিয়ে ড্রাফট থেকে ১০ জন এবং সরাসরি চুক্তিতে ৬ জন, মোট ১৬ জন ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস। পরে ড্রাফট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান ক্রিকেটে যুক্ত হওয়ার মধ্য দিয়ে স্বপ্ন পূরণের কথা। বলেন, ‘আজকে আমার জীবনের নতুন এক অধ্যায়ের পথচলা শুরু হলো। আমি সবসময় চেয়েছি বল যা আমার স্বপ্ন ছিল এটা যে সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায়, কীভাবে একসঙ্গে চলতে পারে। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেট মাঠের উত্তেজনা এই দুই মহাশক্তি এক সঙ্গে মিলে গেলে এক মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি বিপিএলে তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয় ঢাকা ক্যাপিটালস ঠিক সেই মুহূর্ত থেকে আমরা যেই ভালোবাসা পেয়েছি তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। তাদের উত্তেজনা দেখে আমরাও আমাদের আবেগ-অনুভূতি আর ধরে রাখতে পারছি না।’

প্রথম বারের মতো বিপিএলের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ খুশি এই চিত্র নায়ক। তবে শাকিবের কাছে মনে হয় তার থেকেও তার দল নিয়ে নিয়ে বেশি খুশি দেশবাসী, এর কারণও অবশ্য জানিয়ে দিয়েছেন তিনি। বলেন ‘আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আজ সত্যি একটা আনন্দের দিন আমার জন্য আমাদের ঢাকা ক্যাপিটালসের সবার জন্য। তবে দল নিয়ে আমরা যতটা আনন্দিত আমার মনে হচ্ছে তার থেকেও বেশি আনন্দিত দেশের মানুষ। কারণ আমরা যখন ড্রাফটে ছিলাম তখন ভাবছিলাম কী হবে, কাকে নেব-এ নিয়ে সমীকরণ মিলাচ্ছিলাম আর গণমাধ্যমে খবর প্রকাশ পায় (দলে নেওয়া খেলোয়াড়দের নিয়ে) তা নিয়ে মানুষদের যে উচ্ছ্বাস দেখেছি আমার মনে হয় বিপিএল প্রথম যেমন দেখেছিলাম যে উচ্ছ্বাস নিয়ে দেখেছিলাম ঠিক সেই রকমই একটা অনুভূতি দেখছি সকলের মাঝে।’ একমাত্র ঢাকাই একমাত্র দল যা প্রতি আসরেই পরিবর্তন হয় মালিকানা তার সঙ্গে পরিবর্তন হয় দলের নামও। তবে এবার শাকিবরা এসেছেন লম্বা পরিকল্পনা নিয়ে বলেন, ‘আগের কথা আমরা জানি না তবে আমরা সবাই এখানে চলে যেতে আসিনি এসেছি থাকতে। ইনশা আল্লাহ এখানে থাকব, একসঙ্গে কাজ (ক্রিকেট উন্নয়নে) করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *