ইবিতে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত

Share Now..

\ ইবি প্রতিনিধি \
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবার) দুপুর দুইটায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খানের ইমামতিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ধর্মতত্ত¡ অনুষদের ডিন ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জানা যায় শিক্ষার্থীরা বলেন, ‘অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের শিক্ষা আমরা ফিলিস্তিনিদের কাছ থেকে পাই। ফিলিস্তিনিরা ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে সাহস জুগিয়েছেন। আমরা ইয়াহিয়া সিনওয়ারের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহŸান জানাচ্ছি।’ উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘যেই স্প্রিট নিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী জনতা এতোদিন ধরে যুদ্ধ করছে, আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং হৃদয়ের ঐক্য তাদের সাথে আছে। আমরা ফিলিস্তিনীদের সাথে আছি। শুধু তাই নয় সারা পৃথিবীর সকল নিপীড়িত মানুষে জন্য আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে। এই প্রত্যয় আমাদের থাকা উচিত এটা আমাদের ঈমানী দায়িত্ব। আমরা যতটুকু পারি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *