এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কীর্তিতে শুধু মিরাজ

Share Now..

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে ধুঁকতে থাকা বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৭ রানে অপরাজিত আছেন তিনি। এরই মাঝে এক কীর্তি গড়েছেন এই টাইগার অলরাউন্ডার।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৫০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ পেয়েছেন মিরাজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২০২১ চক্রে একই কীর্তি গড়েছিলেন বেন স্টোকস। ১৩৩৪ রানের সঙ্গে ৩৪ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক।এছাড়া ২০২১-২০২৩ চক্রেও এই ‘ডাবলে’ নাম ছিল স্টোকসের। ব্যাট হাতে ৯৭১ রানের সঙ্গে বল হাতে নিয়েছিলেন ৩০ উইকেট। সেবার ভারতের রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছিলেন। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে এখন পর্যন্ত মিরাজই ৫০০ রান ও ৩০ উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও উইকেটও মিরাজের। ৯ ম্যাচ খেলা ৪৭৮ রান করা মুমিনুল হক আছেন মিরাজের পর। বোলিংয়ে ৬ ম্যাচে ২৪ উইকেট নিয়ে মিরাজের পর আছেন তাইজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *