চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় টানা ১০ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৩ অক্টোবার) বেলা ১১টা থেকে খুলনার সাথে সারাদেশের রেল চলাচল শুরু হয়েছে। জীবননগরের উথলী রেলওয়ে স্টেশনের মাষ্টার মিন্টু কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টানা ১০ ঘন্টা পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পাকশি রেলওয়ের বিভাগীয় প্রধান মো. আনোয়ার হোসেনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২২ অক্টোবার) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে খুলনাগামী একটি তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার (২৩ অক্টোবার) সকাল ৮ টার সময় পাকশী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ৩ ঘন্টা উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে আনসারবাড়িয়ার পার্শ্ববর্তী রেলস্টেশনে আন্তঃনগর চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীবাহী ট্রেনের শতশত যাত্রী। বিকল্প উপায়ে অসংখ্য যাত্রী গন্তব্য স্থলের উদ্দেশ্যে চলে যান। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

2 thoughts on “চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *