লেবানজুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ২৮ 

Share Now..

লেবাননজুড়ে অতর্কিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে।এদিকে ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, তারা গতদিনে লেবাননে কয়েক ডজন সন্ত্রাসীকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননজুড়ে হিজবুল্লাহর ১৬০টির বেশি স্থাপনায় আঘাত হানা হয়েছে। এসবের মধ্যে হিজবুল্লাহর ভবন, লঞ্চার, সামরিক স্থাপনা আছে।

এ ছাড়া ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে অন্তত ১৩৫টি প্রজেক্টাইল ছুড়েছে। ইরান সমর্থিত এই হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, তেল আবিবের উপকণ্ঠে তারা ইসরায়েলের সামরিক অবকাঠামোর এক ফার্মে হামলা চালিয়েছে। 

One thought on “লেবানজুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ২৮ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *