মহেশপুরে ৩টি স্কুলে স্কুল ব্যাগসহ খেলার সামগ্রী ও ১২টি সেলাই মেশিনসহ ১০টি হুইল চেয়ার বিতরণ
\ পৌর প্রতিনিধি, মহেশপুর \
নিজের অফিস কক্ষে তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। এক দিকে স্কুলের নতুন ব্যাগ অন্যদিকে স্কুলের খেলার সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবার) সকালে নিজের অফিস কক্ষে স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী ফুটবল, র্যাকেট, ক্রিকেট সেট, নেট, ফেদারসহ বিভিন্ন খেলার সামগ্রী কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। পরে ১২ জন অসহায় মহিলাদের মাঝে ১২টি সেলাই মেশিন ও ১০ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
In the game world, anything is possible Lucky Cola