ক্ষমা চেয়ে চিরদিনের জন্য দল ত্যাগ করলেন আ’লীগ নেতা!

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহবাসীর কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্য বিদায় দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ। বেঁচে থাকলে তিনি আর জীবনেও আওয়ামী লীগ করবেন না বলেও ঘোষণা দেন। সাবেক এই ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার (২৪ অক্টোবার) বিকালে জানান, তিনি আর কোনদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে তার সম্পর্ক রাখবেন না। আশরাফ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি এক ফেসবুকে জেলাবাসির কাছে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন। আশরাফুল ইসলাম বলেন, তিনি হার্টের রোগী। কিছুদিন আগে বাইপাস সার্জারি করেছেন। তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। গত পহেলা জুলাই সাবেক এই ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ তার বাড়ি তল্লাসী চালিয়ে পিস্তলের একটি ম্যাগজিন, একটি অবিস্ফরিত ককটেল, দেশী অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। কুমড়াবাড়িয়া ইউনিয়নে তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আশরাফুল ইসলাম আশরাফ এক সময় জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা ছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তিনি দলী মনোনয়ন পেয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

One thought on “ক্ষমা চেয়ে চিরদিনের জন্য দল ত্যাগ করলেন আ’লীগ নেতা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *