বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো আয়ারল্যান্ড 

Share Now..

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সফরকে টাইগ্রেসদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশরা। এই দুই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। 

বুধবার (৬ নভেম্বর) দুই ফরম্যাটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে আয়ারল্যান্ড। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশে আসছে তারা। এই সফরে আইরিশ নারী দলের নেতৃত্ব দিবেন গ্যাবি লুইস। আগামী ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে খেলা হবে সিরিজটি। এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রয়েছে। ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

ওয়ানডে স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, এলিস টেক্টর।

টি-টোয়েন্টি স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, অরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোই, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল।

One thought on “বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো আয়ারল্যান্ড 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *