মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক এর শোরুমে দুঃসাহসিক চুরি
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কোটচাঁদপুর রোড নতুন বাজারের সামনে শাজাহানের মালিকানায় মাই ভিশন ইলেকট্রনিক্স পার্ক এর শোরুমে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ক্যাশ বাক্স হতে নগদ দেড় লক্ষ টাকা ও দুইশত ইউএস ডলার নিয়ে গেছে। শাজাহান স্থানীয় সাংবাদিকদের জানান, গত শুক্রবার রাত ৯.৩০ মিনিটে তার শোরুম বন্ধ করে বাড়ী যায়। পরদিন শনিবার সকাল ৯.০০ টায় শোরুম খুলে দেখে তার শোরুমের ভিতরে এলোমেলো ভাবে কিছু কাগজ পড়ে আছে। সমস্ত শোরুম ঘুরে দেখে শোরুমের মাঝামাঝি স্থানে পূর্ব পাশে সূর্যের আলো তার শোরুমের মধ্যে প্রবেশ করছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ক্যাশ বাক্সের তালা ভাঙা দেখতে পায়। ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও ইউএস ডলার নিয়ে গেছে। এরপর সে আশেপাশের দোকানদারদের ঘটনাটি জানায় এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শোরুমের টিনের ছাউনি কেটে চোর চক্রটি ভিতরে প্রবেশ করে। এবং সন্ধ্যার পর জানা যায় টিন কাটা কাটারি ও একটি স্কু-ড্রাইভার পার্শ্ববর্তী মাদ্রাসার পানির ট্যাংকির মধ্যে রেখে গেছে। শাজাহানের অভিযোগ তার দোকানে যে সিসি ক্যামেরা ছিল এতে একজন ব্যক্তি প্রবেশের অবস্থান বোঝা যাচ্ছে এবং পরবর্তীতে সিসি ক্যামেরা খুলে ফেলা হয়। তার দাবি কালীগঞ্জ থানা সুষ্ঠ তদন্ত করলে চোর চক্রটি ধরা সহজ হবে।