হ্যান্সি ফ্লিকের কাঠগড়ায় রেফারি 

Share Now..

লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। গেল পরশু রাতে মাঠে নামার আগে স্প্যানিশ লা লিগায় ১২তম ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ ওসাসুনার বিপক্ষে হেরেছিল স্প্যানিশ জায়ান্টরা। ১৩তম ম্যাচে এসে চলতি মৌসুমে দ্বিতীয় হারের স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠ ছাড়ে ১-০ গোলের হার নিয়ে। 

রোববার (১০ নভেম্বর) রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামে উড়তে থাকে বার্সেলোনা। তবে এ দিন শুরু থেকে কিছুটা অগোছালো ফুটবল খেলতে থাকে ২৭ বারের চ্যাম্পিয়নরা। তাতে ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে রাফিনিয়া-ইয়ামালরা। ৩৩ মিনিটে ডাচ ফুটবলার শেরাল্ডো বেকারের গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা। এ দিন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তুলনামূলকভাবে বাজে খেলেছে বার্সা। পুরো ম্যাচে ১১টি শর্ট করে একটি শর্টও ‘শর্ট অন টার্গেট’-এ রাখতে পারেনি রাফিনিয়া-ইয়ামালরা। যদিও এমন হার মেনে নিতে পারেননি বার্সা বস হ্যান্সি ফ্লিক। কারণ ম্যাচের ১৩ মিনিটে রিয়াল সোসিয়েদাদের জালে বল জড়ান লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডোভস্কি। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করেন রেফারি। 

এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখা যায়, বুটের খানিক অংশ অফসাইড লাইনে ছিল, ফলে গোলটি বাতিল হয়ে যায়। এরপর পুরোটা সময় আর গোল করতে পারেনি বার্সা। যা নিয়ে ম্যাচ- পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন বার্সার এই হেড মাস্টার। তার মতে এটি পরিষ্কার গোল ছিল। ফ্লিক বলেন, ‘এটি ভিএআরের ভুল সিদ্ধান্ত ছিল। তবে আমাদের এটা মেনে নিতে হবে। আজ আমাদের দিন ছিল না।’ এছাড়াও এই ম্যাচ নিয়ে বার্সা বস বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো ছিলাম না। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো ছিলাম। আমি বিশ্বাস করি আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসব।’

One thought on “হ্যান্সি ফ্লিকের কাঠগড়ায় রেফারি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *