শৈলকুপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Share Now..

\ শৈলকুপা প্রতিনিধি \
ঝিনাইদহের শৈলকুপা বাজারে যত্রতত্র গড়ে ওঠা লাইসেন্স বিহীন সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
গতকাল বুধবার দুপুরে উপজেলা শহরের থানা রোড ও কলেজ রোডের তিনটি দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও স্নিগ্ধা দাস। এ সময় অবৈধ ভাবে সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করা কলেজ রোডের মুক্তার হোসেনের দোকান সহ তিনটি দোকান থেকে ৬ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস জানান, উপজেলা শহরের কলেজ রোড ও থানা রোডের লাইসেন্স বিহীন তিনটি সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভ্রাম্যমান আদালতে এসব ব্যবসায়ীদের কোন বৈধ কাগজপত্র না থাকায় ৬ হাজার ৫শত টাকার অর্থদন্ডে দন্ডিত করা হয়।

One thought on “শৈলকুপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *