হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৬ ইসরায়েলি সেনা নিহত
ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
আইডিএফ বলেছে, লেবাননের দক্ষিণে সীমান্তের কাছে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ছয়জন সেনা নিহত হয়। এ নিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৪৭ জন ইসরায়েলি সেনা নিহত হলো। গত সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামে একটি ভবনের ভেতরে অন্তত চারজন হিজবুল্লাহ সদস্যের সঙ্গে গুলি বিনিময়ে সেনারা নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত একজন সেনা সামান্য আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির সময় হিজবুল্লাহর চারজনই নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী কাটস বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের মাত্রা কমছে না। গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে অতর্কিত বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
Challenge accepted Join the action and prove your worth Lucky Cola