চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গায় এক অজ্ঞাত নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীরা জানায়, ওই দিন বৃহস্পতিবার সকালে হাজরাহাটি-বোয়ালমারি মাঠে পানের বরজে কাজ করতে আসে শ্রমিকরা। এসময় একটি পান বরজের পাশে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানায়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রনয়ন করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনার পরপরই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে মরদেহ দেখে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।

One thought on “চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *