৭ দিনব্যাপী নারায়ণপুর হরিতলায় শ্রী কৃষ্ণের রাসলীলা উৎসব শুরু

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে হরিতলায় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ৭ দিনব্যাপী ৯৫তম বার্ষিকীতে শ্রী শ্রী কৃষ্ণের রাসলীলা উৎসব গতকাল শুরু হয়েছে। অনুষ্ঠানের সূচনায় মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‌্যালী হয়েছে। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মীয় আলোচনা ও ভজন সংগীত পরিচালনা করা হয়। আলোচক ছিলেন শ্রী অমিয় বসু ও শ্রী অনিমেষ চন্দ্র দে। গ্রামবাসীর পক্ষে আমাদের সাংবাদিকের নিকট যোগেস বাবু জানিয়েছেন-উক্ত গ্রামে রাস উৎসব দীর্ঘদিন হয়ে আসছে। ধরণীর মঙ্গল কামনায় এ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। গতকাল শুক্রবার (15 নভেম্বর) ছিল প্রথম দিন। পূজা শেষে অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়।

One thought on “৭ দিনব্যাপী নারায়ণপুর হরিতলায় শ্রী কৃষ্ণের রাসলীলা উৎসব শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *