সাতক্ষীরার কুলিয়া মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া পীর নঈমউদ্দীন (রহঃ) স্মৃতি বিজড়িত পূর্ণ ভূমিতে, কুলিয়া মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮ ঘটিকার সময় কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় শ্রেণি কক্ষে উক্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকের মধ্যে রোগী দেখেন, এম বি বি এস, এফ সি পি এস পার্ট-২, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, চর্ম ও শিশু অভিজ্ঞ ডা: মো: নাজমুস সাকিব, এম বি বি এস, বি সি এস স্বাস্থ্য, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় অভিজ্ঞ ডা: র্স্বনালী সুলতানা, এম বি বি এস ডা: মারিয়াজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান ও যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কুলিয়া বাজার কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন, কুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুর ইসলাম, কুলিয়া মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক রাসেল ইসলাম, কোষাধ্যক্ষ সুমন আহমেদ, সদস্য জামসেদ আলী, ফয়সাল আহমেদ, রোকনুজ্জামান রনি, সৈকত হোসেন ও সাব্বির আহমেদ প্রমুখ। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত প্রায় ৩০০ শতাধিক রুগী ফ্রি চিকিৎসা, বøাড গ্রæপ ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। যে বৃক্ষে ফল আছে -তাঁর মাথা নিচু থাকে। কুলিয়া পীর সাহেব হুজুরের অমর বাণী সাথে এক হয়ে সবাই মিলে মানুষের সেবা করার প্রয়াসে এই কার্যক্রম পরিচালনা করা হয়, অগামিতেও অব্যাহত থাকবে বলে জানান।
Challenge your friends in the best online games! Lucky Cola