যশোরে মণিহার সিনেপ্লেক্সের উদ্বোধন

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরে সিনেমা প্রেমীদের জন্য মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ এবার উপহার দিল সিনেপ্লেক্স। ডিজিটাল যুগে আরো একধাপ এগিয়ে গেলো মনিহার সিনেপ্লেক্সে। দক্ষিণ এশিয়ার মধ্যে মনিহার প্রেক্ষাগৃহ ছিল দ্বিতীয়ত। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে প্রবেশ করলো দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ যশোর মণিহার সিনেমা হল। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সোয়া দশটায় মনিহার সিনেমা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টায় ফিতা কেটে সিনেপ্লেক্সের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। শুভ উদ্বোধন করেন এস ইসলাম এন্ড সন্স এর পরিচালক নেহাল নাদির। এসময় উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত¡াধিকারী জিয়াউল ইসলাম মিঠু, যশোর মণিহার সিনেমা হলের ব্যাবস্থাপক ফারুক হোসেন, তোফাজ্জেল হোসেনসহ অন্যান্যরা। প্রথম দিনে সকাল সাড়ে দশটায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনিত ছবি “দরদ”। ৬৬ আসন বিশিষ্ট্য আধুনিক সর্বশেষ প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমে এ সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করছেন দর্শকরা। উল্লেখ্য যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪শ’ ৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মণিহার প্রেক্ষাগৃহ।

One thought on “যশোরে মণিহার সিনেপ্লেক্সের উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *