এবার সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক এসোসিয়েশন
সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে প্রথম সভা করেছেন নতুন সভাপতি। সভায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’ এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেয় ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। সাউথ ইস্ট ব্যাংক থেকেও সংবর্ধনা পেয়েছে সাবিনা-সানজিদারা।
Challenge your friends in the best online games! Lucky Cola