যশোরে দাঁড়িয়ে থাকা বাস থেকে হেলপারের মৃতদেহ উদ্ধার
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোরে দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি পরিবহন বাসের ভেতর থেকে হেলপারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মনিহার এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত হেলপারের নাম বাপ্পি (২৫)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শহরের মণিহার বাসস্ট্যান্ড মোড়ের মনিরুদ্দিন পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে পরিবহনটি বন্ধ করে রাখাছিল। গাড়িতে বাপ্পি একাই রাতে ঘুমিয়ে ছিলো। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তার পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। এরপর কোতোয়ালি থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, ডিবি পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, গাড়ির ভেতরে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির ড্রাইভার ও সুপার ভাইজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Challenge your friends in the best online games! Lucky Cola