কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
এলাকার বেশিরভাগ মানুষ কৃষক ও দরিদ্র। তাদের মধ্যে অভাবের সংসারে চরম অসুস্থতায়ও অনেকেই ঠিকমত চিকিৎসাসেবা নিতে পারেন না। এ সমস্ত অসহায় মানুষের কথা চিন্তা করেই শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে ঝিনাইদহ কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের তত্তিপুর বালিকা বিদ্যালয়ে ফ্রি মেডিকেল সেবার ব্যবস্থা করা হয়। কয়েক শত রোগীকে দিনভর সেবা প্রদান করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, মেডিকেল অফিসার রাজিয়া সুলতানা ও তানভির আজিজ আকাশ। এ ইউনিয়নের যুব সমাজ যারা দেশের বিভিন্ন কলেজ বিদ্যালয়ে লেখাপড়া করছেন তারা এ মহৎ কাজটির আয়োজন করেন। আয়োজকদের একজন এ ইউনিয়নের পারখির্দ্দা গ্রামের শাহিন আলম জানান, তিনি যশোর সরকারী সিটি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তারমত মালিয়াট ইউনিয়নের অনেক শিক্ষার্থী আছেন যারা পড়ালেখা করার জন্য বাইরে থাকেন। পবিত্র ঈদ, পূজাপার্বনসহ বিভিন্ন উৎসবে তারা বাড়িতে আসেন। তখন তারা শুনতে পান পারিবারিক অবহেলা ও অত্যাধিক দারিদ্রতায় বিনা চিকিৎসায় অনেকেই মারা গেছেন। এ বিষয়টি নিয়ে মুঠোফোনে পরষ্পরের সঙ্গে কথা বলে তারা এলাকায় ফ্রি মেডিকেল সেবার ব্যবস্থা করেছেন। চিকিৎসাসেবা নিতে আসা আরতি বালা জানান, আমি অত্যন্ত হতদরিদ্র পরিবারের মানুষ। একমাত্র ছেলে সেলুনে কাজ করে। তার পক্ষে আমার চিকিৎসার খরচ দেয়া সম্ভব না। দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি। ডাক্তাররা ফ্রি দেখছেন শুনে আমি এ ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছি। চিকিৎসকেরা অত্যন্ত আগ্রহের সঙ্গে কথা শুনে ব্যবস্থাপত্র দিয়েছেন। মালিয়াট যুবসংঘের প্রধান এ্যাডমিন আব্দুল্লাহ আল নোমান জানান, এলাকার যারা দেশের বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ে লেখাপড়া করেন মুলত তাদের উদ্যোগেই এ ফ্রি মেডিকেল সেবার আয়োজন করা হয়েছে। এটি হতদরিদ্র মানুষের কল্যাণে কাজের একটি অংশ। যা আগামীতেও অব্যাহত রাখা হবে।

One thought on “কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *