চুয়াডাঙ্গায় অপহৃতা স্কুল ছাত্রী ৬ মাস পর উদ্ধার

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ অপহৃতা স্কুল ছাত্রীকে চুয়াডাঙ্গার একটি ভাড়াবাড়ি থেকে প্রায় ৬ মাস পর উদ্ধার করেছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে তাকে উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার এস আই ফাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দর্শনা থানার অন্তর্গত ডিহিকৃষ্ণপুর গ্রামের আঃ হামিদ মিয়ার মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে নাজিম হোসেন (২০) তাকে অপহরন করে নিয়ে যায়। এবিষয়ে আঃ হামিদ মিয়া গত ১৯ মে ২০২৪ তারিখে মেয়ে অপহরণে হয়েছে মর্মে দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন (মামলা নম্বর ১২)। অবশেষে পুলিশের তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পাশে একটি ভাড়া বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি শহীদ তিতুমীর জানান, অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে সোমবার দুপুরে আদালতে মাধ্যমে ডাক্তরি পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

One thought on “চুয়াডাঙ্গায় অপহৃতা স্কুল ছাত্রী ৬ মাস পর উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *