চুয়াডাঙ্গায় সাড়ে ৬ কেজি রুপার গহনাসহ দুজন আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর বিওপির সামনে যমুনা ডিলাক্স পরিবহন তল্লাসী করে সাড়ে
৬ কেজি রুপার গহনাসহ দুইজনকে আটক করেছে ৫৮ বিজিবি’র সদস্যরা। সোমবার (২৩
আগষ্ট) সকাল ১১টার দিকে এগুলো আটক করা হয়।
আটককৃতরা হলো- জেলার জীবননগর উপজেলার সুলতান আলীর ছেলে মো. আনান্দ (৫০)
এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের ফজল করিমের ছেলে
আব্বাস আলী (৪০)।
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেসবিজ্ঞপ্তির
মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চুয়াডাঙ্গা- যশোরগামী যমুনা
ডিলাক্স পরিবহন তল্লাশিকালে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের
দেহ তল্লাশি করে ৬ কেজি ৬৫৮ গ্রাম রুপার গহনা ১টি মোবাই ও নগদ ২ হাজার
৪০৪ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামিদেরকে রুপার অলংকার, মোবাইল এবং নগদ টাকাসহ
জেলার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।