ভারতে করোনায় ৩ লাখের বেশি মানুষ মারা গেছে
Share Now..
ভয়বহ অবস্থা বিরাজ করছে ভারতে। চারিদিকে লাশ আর লাশ। সৎকার করতে করতে ক্রান্ত স্বেচ্ছাসেবীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গত এপ্রিল থেকেই ভারতে হু হু করে দেশজুড়ে ছড়িয়েছে সংক্রমণ। সেই সাথে অক্সিজেনের ঘাটতি, হাসপাতালে বেডের অভাবের মতো কারণেও বেড়েছে উদ্বেগ। উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যে নদী দিয়ে ভেসে যাওয়া লাশের সারি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। এবার আমেরিকা ও ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল ভারতে।
যদিও এই মুহূর্তে ভারতের করোনা গ্রাফ কিছুটা আশাপ্রদ। দৈনিক মৃত্যুহার কমেছে। বেড়েছে সুস্থতার হার। তবুও দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল আগেই। এবার সেই গণ্ডি পেরিয়ে গিয়ে আমেরিকা ও ব্রাজিলের পরে দুঃখজনক এক নজির তৈরি করল ভারত।