ফুটবলে বাঁশি বাজবে আজ

Share Now..

নিয়মটা ইউরোপের ফুটবলে। মৌমুস শুরু হয় একটা ম্যাচ দিয়ে। আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দুই দল মুখোমুখি হবে। সেই ম্যাচ দিয়ে ঘরোয়া মৌসুমের বাঁশি বাজবে। ইউরোপের দেখাদেখি বাংলাদেশের ফুটবলেও এটি শুরু হচ্ছে আজ। বসুন্ধরা কিংস এবং মোহামেডান ম্যাচ দিয়ে শুরু হবে মৌসুম।

নাম রাখা হয়েছে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ নাম দেওয়া হয়েছে। এটির মানে হচ্ছে ৫ আগস্টের আগে বাংলাদেশের অবস্থান এবং এরপরের অবস্থানকে বুঝাতে বাংলাদেশ ২.০ নাম দেওয়া হয়েছে। আরো পরিষ্কার করে বলতে হলে জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয় বারের মতো নতুন বাংলাদেশের যাত্রা হয়, সেটিকে বুঝাতেই এই নাম। আজকের খেলায় সেই সব শহিদদের স্মরণ করা হবে। যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন। আন্দোলনের নানা ঘটনা, আহত, নিহতদের নিয়ে গ্রাফিতি আঁকা হয়েছে।

মোহামেডান-বসুন্ধরা ম্যাচের টিকিট থেকে আয় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়ার কথা জানিয়েছে বাফুফে। খেলা শুরু হওয়ার আগে আন্দোলনে নিহত শহিদ এবং গত ১৮ নভেম্বর মারা যাওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হবে। আজকের ম্যাচে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০, ৫০০, ২০০ এবং ১০০ টাকা। আজকের ম্যাচের জন্য ট্রফি তৈরি করা হয়েছে। ফাইনাল ম্যাচের মতোই খেলার পর পুরস্কার বিতরণ করা হবে। দেশের ফুটবলে প্রথম একটি আয়োজন। কিন্তু সেখানে দেশি রেফারিরা এই ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন না। থাকছেন ভুটানের রেফারি। গত ১৩ ও ১৬ নভেম্বর ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ-মালদ্বীপ। সেই রেফারিরাই আজকের খেলায় বাঁশি বাজানোর জন্য ঢাকায় অবস্থান করছিলেন। দেশের ফুটবলে প্রথম একটি আয়োজনে দেশি রেফারিরা উপেক্ষার শিকার হলেন। অথচ এক দিন আগেও লিগ কমিটি গত প্রিমিয়ার লিগের সেরা রেফারিদের নাম ঘোষণা করে পুরস্কারও দিয়েছে। অথচ দেশের খেলায় তারা আমলেই আসলেন না।

আজকের ম্যাচের পর আগামী ২৯ নভেম্বর প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হবে। এর পর ৩ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ ফুটবল। ফেডকাপের ড্র হয়ে গেলেও লিগ নিয়ে কিছুই বলেনি লিগ কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *