জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

Share Now..

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাজকি চা-বাগানে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শুদ্র ভূঁইয়া (৪০) রাজকি চা-বাগানের ২১ নম্বর লাইনের বাসিন্দা।হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে জুড়ী থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়জিৎ চাষা ও সঞ্জিত নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঞ্জিতকে শুক্রবার (২২ নভেম্বর) জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামি জয়জিৎ চাষা পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজকি বাগানের কিছু জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা চা-শ্রমিক সুরেশ চাষার সঙ্গে প্রতিবেশী শুদ্র ভূঁইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সুরেশের লোকজন ওই জমিতে রোপা আমন ধানের চাষ করেন। বৃহস্পতিবার দুপুরে সুরেশের লোকজন পাকা ধান কাটতে যান। এ সময় শুদ্র তাদের বাধা দেন। একপর্যায়ে শুদ্রের আঘাতে সুরেশের আত্মীয় জয়জিৎ চাষা আহত হন। পরে ওই পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার (শুদ্র) ওপর হামলা চালান। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে বিকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শুদ্রের দুই হাত, পা ও ঘাড়ের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপ দেখা যায়। রাত ৯টার দিকে নিহত শুদ্রের স্ত্রী মণি ভূঁইয়া বাদী হয়ে সুরেশ বুনারজি, জয়জিৎ চাষাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

জুড়ী থানার ওসি (তদন্ত) মো. জহিরুল হক শুক্রবার বিকালে বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য শুদ্রের লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একজন আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরজনের পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা চলছে।

অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সুরেশ বুনারজির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি এলাকাছাড়া বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *