লেবানন থেকে ইসরায়েলে ৩০টি রকেট হামলা 

Share Now..

লেবানন থেকে ৩০টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গ্যালিলি অঞ্চলে রকেট শনাক্ত করেছে। কিছু রকেট প্রতিহত করা হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত রকেট শনাক্ত করা হয়েছে। এসব হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে- তার রিপোর্ট করেছে ইসরায়েলি মিডিয়া। এ ছাড়া হামলায় শুধু একজনের আহতের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। 

এদিকে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতি এলাকা বাসতায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহতের সংখ্যা ৬৬।   আল জাজিরা বলছে, শনিবার ভোর ৪টায় কোনো ধরনের সতর্কতা ছাড়াই আটতলা ভবনে চারটি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দ রাজধানী বৈরুতজুড়েও শোনা গেছে। 

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বাসতার আল-মামৌন স্ট্রিটে ইসরায়েলি বিমান বাহিনীর পাঁচটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আটতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে।

এছাড়া নতুন করে লেবাননের পাঁচটি এলাকায় হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি লেবাননের দক্ষিণে আল-কাসিবা, ইয়ামার, আরনাউন, পশ্চিম জোতার এবং পূর্ব জোতারের বাসিন্দাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *