চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

Share Now..

\ চৌগাছা প্রতিনিধি \
যশোরের চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকালে চৌগাছা-যশোর পাকা সড়ক সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে এজেন্ডা অনুযায়ী আলোচনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, খালেদুর রহমান, খাজা ফজিল আইজ উজ্জ্বল, এম হাসান মাহমুদ, খলিলুর রহমান জুয়েল, টিপু সুলতান, শওকত আলী, আব্দুস সাত্তার কিনে, আলমগীর কবির, কবিরুল ইসলাম, ফারুক আহম্মদ, ইমাম হোসেন সাগর, রাজু আহম্মেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বাবলুর রহমান, মহিদুল ইসলাম, মাহবুবুর রহমান সুজন, আসিফ ইকবাল রকি, মেহেদি হাসান শিপলু, আব্দুস সালাম, খোকন মিয়া প্রমুখ। সভার শুরুতে ক্লাবের সভাপতি প্রেসক্লাবের জমি প্রাপ্তির বিষয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এছাড়া তিনি যশোর জেলা পরিষদের মাননীয় প্রশাসক ও জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এবং জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ আছাদুজ্জামানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সাথে প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. এম শওকত আলীকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান। এ সময় সভাপতি বলেন আমাদের সংগঠনের প্রচেষ্টায় জমি আমরা পেয়েছি। জমিটি প্রেসক্লাবের নামে বরাদ্দ হয়েছে। এই জমির অধিকার উপজেলার সকল সাংবাদিকের। কারন অত্র উপজেলাতে যারা এই পেশার সাথে জড়িত তাদের কোন ঠিকানা ছিলনা। বিভিন্নভাবে ভাড়ার মাধ্যমে সাংবাদিকদের সাংগঠনিক কার্যক্রম চলে আসছে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা তাদের আলোচনা বলেন, পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। একজন সাংবাদিক দেশ ও মানুষের কল্যাণে কথা বলে। তাই উদ্দেশ্যমূলক মিথ্যে তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করার দিন শেষ। এক সময় সংবাদকে টেনেটেনে লম্বা করা হতো। কিন্তু আধুনিক সাংবাদিকতা ধরণ এখন অনেকটা পাল্টেছে। মিথ্যে তথ্য দিয়ে মানুষকে হয়রাণী করা যাবেনা। নেতৃবৃন্দ আরো বলেন, উপজেলার সকল সাংবাদিক আমাদের প্রতিপক্ষ নয়। যারা ন্যায়নিষ্ঠভাবে এই পেশাকে লালন ও ধারণ করেন তাদেরকে সম্মান করতে হবে। সকলকে সহনশীল আচারণ করতে হবে। কেউ আইনের উর্দ্ধে নয়। এ সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *