নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকাডুবি, মৃত্যু অন্তত ৫৪

Share Now..

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ২ শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫৪ জন নিহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। খবর বিবিসির।

শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির নাইজার নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোররাতে নৌকাটি মধ্য নাইজেরিয়ার কোগি রাজ্য থেকে প্রতিবেশী নাইজার রাজ্যের একটি সাপ্তাহিক বাজারে যাওয়ার সময় ২০০ জনেরও বেশি যাত্রী নিয়ে ডুবে যায়। নৌকাডুবির পর নাইজেরিয়ার নাইজার নদী থেকে অন্তত ৫৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন এখনও হাসপাতালে রয়েছেন। ডুবুরিরা এখনও নদীতে অভিযান চালাচ্ছেন। তবে নিখোঁজদের বেঁচে থাকার আশা খুবই ক্ষীণ।

দায়িত্বে থাকা স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, নৌকায় ঠিক কারা উঠেছিলেন সে সম্পর্কে সঠিক বিবরণ পাওয়া কঠিন কারণ সেখানে কোনো রেকর্ড রাখা ছিল না। যাত্রীদের মধ্যে বাজারের ব্যবসায়ী ও ক্ষেতমজুর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, নাইজেরিয়ায় নৌকাডুবিতে বহু মানুষের মৃত্যু অবশ্য নতুন কোনো ঘটনা নয়। নাইজেরিয়ায় গত ৬০ দিনে তৃতীয়বারের মতো যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। গত মাসে, প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে একটি কাঠের নৌকা নাইজার নদীর মাঝখানে উল্টে যায়। এতে প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়। অন্যদিকে গত সপ্তাহে দক্ষিণ নাইজেরিয়ার ডেল্টা রাজ্যে দুটি নৌকার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার নাইজার প্রদেশে নৌকাডুবে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *