ঝিনাইদহে জোরপূর্বক জমি দখলের চেষ্টা \ব্যার্থ হয়ে প্রাণনাশের হুমকি!

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
বৈধ কাগজপত্র, রেকর্ড ও নামপত্তন না থাকার পরও ঝিনাইদহে অন্যের জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখল করতে না পেরে প্রভাবশালী চক্রটি খুন-জখমের হুমকী দিচ্ছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকার ৩১নং সাধুহাটী মৌজায়। সরজমিন তথ্য নিয়ে জানা যায়, ডাকবাংলা বাজারের আব্দুল করিমের ছেলে আবুল কাশেমের আরএস ৩৯৩ খতিয়ানে ৫০ শতক জমি রয়েছে। এরমধ্যে ৩৯৩ খতিয়ানে মাগুরা পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলের তারিকুল ইসলামের ১২শতক ওয়ারিশ সূত্রে পাওয়া। ১৯৯৮ সালে উক্ত খতিয়ানের ৩৮ শতাংশ জমি আবুল কাশেমের দুই ছেলে আব্দুর রশিদ ও সফিকুর রহমানের কাছে বিক্রি করে দেন। ছেলেদের কাছে বিক্রির পর জালিয়াতির আশ্রয় নিয়ে একই জমি স্ত্রী রোকেয়ার কাছে বিক্রি করেন। আগে বিক্রিত এই জমি সত্ব না থাকার পরও আবার স্ত্রী রোকেয়া গিলাপোল গ্রামের মান্দার আলীর ছেলে আমিরুল ও আকিমুলের কাছে বিক্রি করেন। এখন এই জমি মান্দার আলীর ছেলে আমিরুল ও আকিমুল দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা জমির উপর গিয়ে প্রকৃত বৈধ মালিক তারিকুলকে মারধর ও হত্যার হুমকি দিয়ে জবর দখলের অপচেষ্ট করে যাচ্ছে। জমির বৈধ মালিক তারিকুল ইসলাম জানান, নতুন বছরে এই জমির তিনি খাজনা দিয়েছেন। জমির বৈধ কাগজপত্র থাকা সত্তে¡ও স্থানীয় আ’লীগ নেতা আলফা কবিরাজের ছেলে আনা কবিরাজ ও বাথপুকুর গ্রামের সাফদার মন্ডলের ছেলে আফসার, ইনু ও শিলু নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। ডাকবাংলা বাজারের ফল ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, এই জমি নিয়ে এর আগে একাধিকবার সমাজিক ভাবে বৈঠক হয়েছে। ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এসআই লিটনও নিঃষ্পত্তির চেষ্টা করেছেন। বিচারে আমিরুল ও আকিমুল বৈধ কোন কাগজ দেখাতে পারেনি। তারপরও চক্রটি অন্যের জমি দখল করে এলাকায় দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টির পায়তারা করছেন। ডাকবাংলা বাজারের আরেক ব্যবসায়ী মহিউদ্দীন জানান, জমি সংক্রান্ত বিষয়ে আমরা একাধিকবার সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্ত উক্ত জমির মধ্যে আবুল কাশেমের কোন অংশ না থাকা স্বত্তেও আমিরুল ও আকিমুল সমস্যা সৃষ্টি করে এলাকার শান্তি শৃংঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। ডাকবাংলা বাজারের দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, তারিকুল ও আবুল কাশেমের জমিজমা নিয়ে বহুবার বসা হয়েছে। একটা নিস্পত্তিকৃত জমি নিয়ে এভাবে বারবার শালিস করা যায় না। কিন্তু আমিরুল ও আকিমুল কনো কিছুই মানতে নারাজ। তিনি আরো জানান, এই জমি নিয়ে আবুল কাশেম দেওয়ানি আদালতে ১০৮/১৬ নং মামলা করে হেরে যায়। পরবর্তীতে উক্ত জমি দাঙ্গা সৃষ্টিকারী আমিরুল ইসলাম ও আকিমুল ইসলামও আদালতের দারস্থ হন যার মামলা নং এল,জি,টি, ৪৭২/২২। আদালত সকল কাগজ পত্র সঠিক থাকায় মামলা খারিজ করে তারিকুল ইসলামের পক্ষে রায় দেন। এলাকাবাসি জানায়, আমিরুল ও আকমুল কোন আইন কানুন মানছে না। অনেকটা গায়ের জোরে জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। তারা জমির মূল মালিক তারিকুল ইসলামসহ তার পরিবারের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন।

3 thoughts on “ঝিনাইদহে জোরপূর্বক জমি দখলের চেষ্টা \ব্যার্থ হয়ে প্রাণনাশের হুমকি!

  • December 4, 2024 at 6:57 pm
    Permalink

    HelloWord翻译Hello World聊天翻译助手专注于为出海企业提供高质量的即时聊天翻译服务,专业聊天翻译技术,极速稳定收发,全球畅游,使用邮箱免费注册登录体验,专业翻译技术团队开发,超数百家企业信赖,支持whatsapp Line Tinder Twitter Instagram Telegram Zalo Facebook Badoo Bumble Quora Linkedin googleVoice Crisp Hangouts TextNow VK等软件的实时聊天翻译,无限网页多开。支持facebook群发,whastsapp群发,googleVoice群发

    Reply
  • December 5, 2024 at 4:40 pm
    Permalink

    Hi there everybody, here every one is sharing these kinds of familiarity, thus it’s fastidious to read this webpage,
    and I used to pay a quick visit this weblog all the time.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *