প্রভাবশালী পাকিস্তানি সংগীতশিল্পী হাদিকা কিয়ানি

Share Now..

প্রতিবছরের মতো এ বছরও বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০২৪ সালের প্রকাশিত এই তালিকায় জলবায়ুকর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি- এই পাঁচ ক্যাটাগরিতে ১০০ জন নারীকে বেছে নেওয়া হয়েছে।

এবার এ তালিকায় জায়গা করে নিলেন পাকিস্তানের সংগীতশিল্পী হাদিকা কিয়ানি। কিয়ানি তার সংগীত এবং মানবিক কাজে অবদানের জন্য পরিচিত। নব্বইয়ের দশকে খ্যাতি অর্জনকারী কিয়ানি দক্ষিণ এশিয়ার নারী পপসংগীত জগতে একটি সুপরিচিত শক্তি হয়ে ওঠেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন।তিনি একাধারে গায়িকা, গীতিকার, গিটারিস্ট, সুরকার, অভিনেত্রী এবং সমাজসেবী। সংগীতের পাশাপাশি মানবিক কাজেও কিয়ানি নিজেকে রেখেছেন নিবেদিত।

পাকিস্তানের ২০২২ সালের ভয়াবহ বন্যার পর তিনি ‘ভাসিলা-এ-রাহ’ প্রকল্প চালু করেন, যা বেলুচিস্তান এবং দক্ষিণ পাঞ্জাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছেন। তিনি পাকিস্তানি জনসাধারণকে বাস্তুচ্যুত পরিবারগুলিকে সহায়তার জন্য আহ্বান জানান এবং গত বছর প্রকল্পটি ঘোষণা করে যে তারা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ৩৭০টি বাড়ি এবং অন্যান্য সুবিধা নির্মাণ করেছেন। নিজের সমৃদ্ধ ক্যারিয়ারে কিয়ানি অসংখ্য স্থানীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *