কালীগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-১

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর রোডে মোবারকগঞ্জ রেলগেট থেকে ১ হাজার ১শত ৮৭ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি দল। ঝিনাইদহ র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ডেসেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কালীগঞ্জ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ১৬-০২৫৪ নম্বরের ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বাবুল (৩০) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার যদুপুর গ্রামের মৃত জহর আলী দেওয়ান এর ছেলে। ট্রাকটি সিগন্যাল দেওয়া মাত্রই ঘটনাস্থলে ট্রাক রেখে কৌশনে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী স্বীকারোক্তিতে ট্রাকের পিছনের ত্রিপল দিয়ে ঢাকা ৩টি প্লাস্টিকের বস্তায় রাখা ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

2 thoughts on “কালীগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক-১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *