তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ সেনা নিহত
Share Now..
তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। এ সময় একজন গুরুতর আহত হন।
স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হলে একটি বিধ্বস্ত হয়ে পড়ে। তবে দ্বিতীয় হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করেছে। প্রদেশের গভর্নর আবদুল্লাহ এরিনকে উদ্ধৃত করে তুরস্কের বেসরকারি এনটিভি জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এক সেনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন। জানা গেছে, তিনি এভিয়েশন স্কুলের দায়িত্বে ছিলেন। কী কারণে দুটি হেলিকপ্টারের সংস্পর্শে এসেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গভর্নর বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।