টেস্ট ক্রিকেটে চোখ রেখে নারীদের প্রথম শ্রেণির টুর্নামেন্ট
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়মিত ম্যাচ খেলেন। করোনার পর ২০২১ পেয়েছেন টেস্ট স্ট্যাটাসও। তবে সেটি পাওয়ার দুবছর অথচ এখনো নিগার সুলতানা জ্যোতিরা খেলেনি একটি লাল বলের ম্যাচও। বলতে গেলে তারা লাল বলের ফরম্যাটে খেলার জন্য যথাযথ প্রস্তুতও নয়।
তবে এবার বিসিবি তাদের প্রস্তুত করতে আঁটোসাঁটো বেঁধে নেমেছে। দেশের নারী ক্রিকেটারদের জন্য প্রথমবারের বিসিবি আয়োজন করেছে ‘প্রথম শ্রেণির ক্রিকেট’। আগামী ২১ ডিসেম্বর রাজশাহীতে শুরু হবে মেয়েদের প্রথম তিন দিনের ম্যাচ। প্রথমবার সাদা পোশাকে মাঠে নামবেন জ্যোতি-সুপ্তা- ফারজানারা। দুই ম্যাচের এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-২০২৪’। যেখানে চারটি দল অংশ নিবে। দলগুলো হলো সাউথ জোন, ইস্ট জোন, সেন্ট্রাল জোন ও নর্থ জোন।
এক নজরে সব দল
সাউথ জোন: রাবেয়া (অধিনায়ক), শামিমা সুলতানা, বিথি পারভিন, রুবেয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান সুখতারা, রুপা রয়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফাতেমা তুজ যোহরা, লেকি চাকমা ও প্রিতি দাস।
নর্থ জোন: সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমিন সুলতানা, রিতু মনি, রানি শাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, লাকি খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনী আক্তার ও জান্নাতুল সুমনা।
সেন্ট্রাল জোন: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা হাসনাত, রিয়া আক্তার, ফুয়ারা বেগম, লতা মন্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।
ইস্ট জোন: ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাবিকুন নাহার, তাজ নাহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা ববি, দিপা খাতুন, জান্নাতুল তিথি ও আশরাফি ইয়াসমিন।