দিল্লির স্কুলগুলোতে ফের বোমা হামলার হুমকি
দিল্লির বেশ কয়েকটি স্কুলে শুক্রবার (১৩ ডিসেম্বর) ফের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ এনিয়ে চলতি সপ্তাহে দিল্লিতে দুইবার এমন ঘটনা ঘটলো। তবে পুলিশ স্কুলগুলোতে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলে অন্তত ছয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব স্কুলের মধ্যে রয়েছে, দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মর্ডান স্কুল, ক্যামব্রিজ স্কুল। হুমকি পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়েছে। সেইসঙ্গে স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হয়েছে, তারা যেন শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠায়।
হুমকি দেওয়া ওই মেইলে লেখা হয়েছে, স্কুল প্রাঙ্গণে বেশ কয়েকটি বিস্ফোরক আছে। হুমকিদাতা মেইলে আরও লিখেছেন, এর পেছনে একটি সিক্রেট ডার্ক ওয়েব গ্রুপ আছে। যারা বোমা বিস্ফোরণে জড়িত। ইমেইলে আরও লেখা হয়েছে, আমি নিশ্চিত যে আপনার শিক্ষার্থীদের ব্যাগ বারবার চেক করেন না। স্কুল ভবন ধ্বংস করতে এবং মানুষের ক্ষতি করার জন্য বোমাগুলো যথেষ্ট শক্তিশালী। ১৩ ও ১৪ ডিসেম্বর উভয় দিনেই আপনাদের স্কুলে বোমা বিস্ফোরণ হতে পারে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, হুমকি পাওয়ার পর স্কুলগুলোতে পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট, বোমা নিষ্ক্রিয় দল এবং ডগ স্কোয়াড পৌঁছেছে এবং তল্লাশি চালাচ্ছে। দিল্লি পুলিশ আইপি অ্যাড্রেস এবং মেইলের প্রেরককে খুঁজতে তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দিল্লির আম আদমি পার্টির প্রধান অরভিন্দ কেজরিওয়াল বোমা হামলার হুমকিকে গুরুতর এবং দুশ্চিন্তার বলে উল্লেখ করেছেন।
এর আগে গত ৯ ডিসেম্বর দিল্লির অন্তত ৪০টি স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সেইসময়ও দেশটির পুলিশ স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কিছু পায়নি।
I want to to thank you for this fantastic read!!
I definitely enjoyed every little bit of it. I have you saved as a
favorite to look at new things you post…
Hello there, I found your website by way of Google at the same
time as looking for a similar matter, your website came up,
it appears great. I’ve bookmarked it in my google bookmarks.
Hi there, simply became aware of your blog thru Google, and located that it’s truly informative.
I am gonna watch out for brussels. I will be grateful if you happen to
continue this in future. A lot of other people will be benefited out of
your writing. Cheers!
If no ovulation or bleeding had occurred during the period between screening for the study and the taking of the baseline measurements, the measurements were taken on an arbitrary day of the cycle sinus infection augmentin Jerrod UMHCRiRLRFXSYYFP 6 26 2022