সীতাকুণ্ডে শুটিংয়ে থাকলেও মানুষ ভাবে আমি ভারতে: জয়া আহসান

Share Now..

ওটিটি প্ল্যাটফর্মে এরই মধ্যে অভিষেক হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। সেও ভারতে। এবার দেশের ওটিটিতে যাত্রা শুরু হচ্ছে তার। নতুন এই সিরিজের নাম ‘জিম্মি’। এটি নির্মাণ করছেন ‘মহানগর’ খ্যাত আশফাক নিপুন। অবশেষে শুটিং ফ্লোরে গড়াচ্ছে সিরিজটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জয়া নিজেই। জানালেন, চলতি সপ্তাহে শুরু হবে শুটিং।

জয়া আহসান বলেন, ‘সিরিজটির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি পিছিয়ে যায়। অবশেষে শুরু হচ্ছে। কয়েক দিনের মধ্যে শুরু হবে জিম্মি সিরিজের শুটিং। এটা আমার প্রথম ওয়েব সিরিজ।’ এ সিরিজের গল্পে জয়াকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে জয়া অভিনীত চরিত্রটি। কয়েক বছর ধরে দেশের তুলনায় ভারতের সিনেমাতে বেশি দেখা গেছে জয়াকে। এমনকি দেশের তুলনায় সেখানে বেশি সময় কাটে তার, এমনটি মনে করেন অনেকে। তবে অভিনেত্রী জানালেন ভিন্ন কথা। কাজের জন্য যত সময় প্রয়োজন, ততক্ষণই সেখানে থাকেন তিনি। কাজ শেষ হলে ফিরে আসেন দেশে। জয়া বলেন, ‘শুটিং থাকলে কলকাতা যাওয়া হয়। আউটডোরে শুটিংয়ের সময় সবাই যেভাবে যায়, আমিও কলকাতায় কাজ থাকলে সেভাবে যাই। সেখানে কাজ শেষ হলে আবার ঢাকায় ফিরে আসি। কিন্তু অনেকে ভাবে, আমি বেশির ভাগ সময় সেখানে থাকি। কয়েক দিন আগে সীতাকুণ্ডে শুটিংয়ে গিয়েছিলাম। মানুষ ভাবছে, আমি মনে হয় ভারতে। কিন্তু আমি তখন দিব্যি শুটিং করে যাচ্ছি সীতাকুণ্ডে।’ চলতি মাসের শুরুতে ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জামদানিতে আলো ছড়িয়েছেন জয়া আহসান। নতুনভাবে ডিজাইন করা এ শাড়ি পরায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে তাকে। বিষয়টি নজর এড়ায়নি জয়ার। কিন্তু সমালোচনায় থামতে চান না​ তিনি। ফিউশনের মাধ্যমে ছড়িয়ে দিতে চান দেশের ঐতিহ্য জামদানিকে। 

জয়া বলেন, ‘অনুষ্ঠানে যাওয়ার পর সবাই আমার পোশাকের প্রশংসা করেছেন। তবে ছবি প্রকাশের পর দেখলাম, নানাজনের নানা মত। অনেকে বলেছেন ভালো লেগেছে, আবার কেউ বলেছেন ভালো লাগেনি, কেউ বলেছেন আমি ভীষণ অন্যায় করেছি। এমন মন্তব্যে খারাপ লাগার কিছু নেই। জামদানি নিয়ে আমি আরও ফিউশন করব এবং সবাইকে করতে বলব। যত ফিউশন করব, ততই আমাদের ঐতিহ্য দর্শকের কাছে পৌঁছে যাবে। ঐতিহ্য বলে তো বাক্সে বন্দী করে রাখব না। এমনটি করলে একসময় এটা হারিয়ে যাবে।’ বাংলাদেশ-ভারত দুই দেশেই বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসানের। জয়া জানান, শিগগিরই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার ‘ওসিডি’ সিনেমাটি। এ ছাড়া দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *