সিরিয়ার ২০টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী 

Share Now..

সিরিয়ার বাশার আল-আসাদের পতনের পর দেশটির তথ্য প্রযুক্তি খাতের আনুমানিক ২০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (১৫ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাতভর সিরিয়ার আইটি স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে। বিভিন্ন গোষ্ঠী যেন এসব আইটি স্থাপনা থেকে সুবিধা নিতে না পারে- তাই এসব ধ্বংস করা হয়েছে।  রাজধানী দামেস্ক থেকে শুরু করে সুয়েইডা, মাসিয়াফ, লাতাকিয়া এবং তারতাসে বিভিন্ন আইটি স্থাপনা হামলা চালিয়েছে ইসরায়েল। ডেইলি মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান আর্মির অবশিষ্ট শক্তি ধ্বংস করতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। 

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিরিয়ান আর্মির সম্পদ গুঁড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনী অভিযান অব্যাহত আছে। ইসরায়েলি বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আসাদের পতন যখন ঘনিয়ে আসছিল তখনই সিরিয়ায় হামলা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসরায়েল।  ওই কর্মকর্তা বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে সিরিয়ার আর্মির কৌশলগত সম্পদ ধ্বংস করা যেন এসব হিজবুল্লাহ বা অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর হাতে না যায়। 

বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে মাত্র ১২ দিনের মাথায় গত ৮ ডিসেম্বর আসাদ শাসনের পতন ঘটে। এরপর থেকে সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এছাড়া অধিকৃত গোলান মালভূমির কাছে বাফার জোনও দখলে নিয়েছে ইসরায়েল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *