মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা  

Share Now..

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে খেলতে যাচ্ছেন তারা।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বের দু্টি ম্যাচেই জয় নিশ্চিত করলো বাংলাদেশের তরুণীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে কুয়ালামপুরের বায়েমাস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে গিয়ে স্বাগতিকরা ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত ছিলেন চার নম্বর ব্যাটসম্যান জান্নাতুল মাওয়া। সাতে নেমে ১৯ বলে ৩১ রান করেছেন সাদিয়া আক্তার। ৮৭ রানে ৫ উইকেট খোয়ানোর পর মাওয়া-সাদিয়া ষষ্ঠ উইকেটে ৪৪ বলে যোগ করেন ৬২ রান। মালয়েশিয়ার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। বাংলাদেশের মেয়েরা ১২টি অতিরিক্ত রান দিয়েই বাড়িয়েছেন মালয়েশিয়ার রানের অংক।

বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।

সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *