স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবিতে বিক্ষোভ
\ ইবি প্রতিনিধি \
সমন্বিত গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, ভর্তিচ্ছুদের ভোগান্তি লাঘবের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় বিগত ৪ বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে আসন পূর্ণ করে একাডেমিক সেশন শুরু না হওয়াসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা চালু না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, গুচ্ছের কারণে বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিনত হচ্ছে। বিভাগগুলোও অধিকসংখ্যক সিট খালি রেখেই ভর্তি কার্যক্রম শেষ করে দিতে হচ্ছে। আমরা দেখেছি একটা সেশনের কার্যক্রম শুরু করতে ৭-৮ মাস সময় লাগিয়ে দিচ্ছে। যার ফলে সেশনজট বেড়েই চলেছে। আগামীতে এ বিষয়ে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়া হয় তবে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।