সাতক্ষীরায় শিশু রাহি হত্যার ঘটনায় মানববন্ধন

Share Now..

\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়নের আগরদাঁড়ী গ্রামের মোছা. রাহি খাতুন (৯) নামের শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে এঘটনায় অভিযুক্ত গ্রেফতারকৃত রেজোয়ান আহমেদ জনি (২২) হত্যার ঘটনা স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা ও কুল্লা ইউনিয়নবাসীর উদ্যোগে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান, সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, নিহতের পিতা রবিউল ইসলাম, মাতা সাবিনা খাতুন, সুজন হোসেন প্রমুখ। সভায় বক্তারা দ্রæত মামলা নিষ্পত্তি করে আসামিকে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গত শনিবার শিশু রাহিকে হলুদ ক্ষেতে ডেকে নিয়ে স্বর্নের দুল খুলে দিতে বলে। এতে সে অস্বীকার করে এবং বাড়িতে বলে দেওয়ার কথা জানালে তাকে হত্যা করে হাত পা বেঁধে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। পরে দুল দুটি বুধহাটা বাজারে বিক্রি করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *