সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা শহীদ পুলিশ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

Share Now..

\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ২০২৪ খ্রি. তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে সাতক্ষীরা জেলায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের স্মরণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩২ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন। সভায় পুলিশ সুপার বক্তব্যের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। উক্ত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধে অনেক পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহন করে অনেকে শহীদ হন, অনেকে আহত হন এবং অনেক সদস্য বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাবপ্রাপ্ত হন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *