রেস্তোরাঁয় বসে পররাষ্ট্রমন্ত্রীর ধূমপান, সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়ালেন স্বাস্থ্যমন্ত্রী

Share Now..

সড়কের পাশে রেস্তোরাঁয় বসে (স্ট্রিটফুড স্টল) প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা করা হয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পররাষ্ট্রমন্ত্রীর ধূমপানের ছবি ছেড়ে স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমাদ জরিমানা আরোপের ঘোষণা দেন।

২০১৯ সালে মালয়েশিয়ায় প্রকাশ্যে জনসমাগমপূর্ণ স্থান ও রেস্তোরাঁগুলোতে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়। চলতি বছরের অক্টোবরে আরও কঠোর ব্যবস্থা চালু করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। মালয়েশিয়ার আইন অনুযায়ী, কেউ নিষিদ্ধ এলাকায় ধূমপান করলে পাঁচ হাজার রিঙ্গিত (১১২০ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানও এমন ঘটনায় ক্ষমা চেয়েছেন। বলেছেন, তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে আইন লঙ্ঘনের নোটিশ পেয়েছেন। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি মালয়েশিয়ার দ্য স্টার সংবাদপত্রকে বলেন, যদি এটি জনগণের মধ্যে উদ্বেগের বিষয় হয়ে ওঠে এবং জনগণের মধ্যে একটি সমস্যা হয়ে ওঠে, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। আমি জরিমানা পরিশোধ করব এবং আমি আশা করি এটি খুব বেশি হবে না।

রেস্তোরাঁয় পররাষ্ট্রমন্ত্রীর ধূমপানের ছবিটি চলতি সপ্তাহে অনলাইনে ক্ষোভের সৃষ্টি করে। একজন এক্স ব্যবহারকারী মালয়েশিয়ান বলেছেন, আপনি মন্ত্রী হোন বা না হোন…বা ভিভিআইপি, ভুল ভুলই। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

আরেকজন বলেন, আইনপ্রণেতা এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ যারা আইন ভঙ্গ করে, তাদের জনগণের চেয়ে বেশি কঠোর শাস্তি দেওয়া উচিত।

One thought on “রেস্তোরাঁয় বসে পররাষ্ট্রমন্ত্রীর ধূমপান, সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়ালেন স্বাস্থ্যমন্ত্রী

  • December 19, 2024 at 1:03 pm
    Permalink

    Greetings, I think your site could possibly be having web
    browser compatibility problems. When I look at your website in Safari, it looks fine but when opening in Internet Explorer, it’s got some overlapping issues.
    I merely wanted to give you a quick heads up!
    Aside from that, wonderful website!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *