যুক্তরাষ্ট্রে বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে অ্যামাজনের হাজার হাজার কর্মী

Share Now..

বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে অ্যামাজনের কর্মীরা। আশানুরুপ সাড়া না পেয়ে প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের হাজার হাজার কর্মী ধর্মঘটের ডাক দিয়েছেন।

বড়দিনের কয়েক দিন আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে এ ধর্মঘট চলছে। তাদের ভাষায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে অ্যামাজন কর্মীদের সবচেয়ে বড় ধর্মঘট এটি। টিমস্টার ইউনিয়নের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঘোষণায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নিউইয়র্ক, আটলান্টা ও সান ফ্রান্সিসকোসহ শহরগুলোতে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ ধর্মঘটে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে।

ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, নিউ ইয়র্কের পাশাপাশি শ্রমিকরা আটলান্টা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ইলিনয়ে পিকেটিং করবে। টিমস্টার বস শন ও’ব্রায়েন ফক্স নিউজকে বলেছেন, কর্মীদের জন্য মূল অগ্রাধিকারের মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ এবং কাজের-নিরাপত্তার মান বজায় রাখা।

নর্থ আমেরিকার অন্যতম বৃহত্তম ইউনিয়নগুলোর মধ্যে টিমস্টার্স অন্যতম। এতে অ্যামাজনের প্রায় ১০ হাজার কর্মী যুক্ত রয়েছে বলে মনে করা হয়।

8 thoughts on “যুক্তরাষ্ট্রে বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে অ্যামাজনের হাজার হাজার কর্মী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *