সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৩
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে ধামড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জৈন্তাপুরের লালশাপলা বিল থেকে সিলেটে ফেরার পথে সিলেট-তামাবিল মহাসড়কের ধামড়ী নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটির বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে পাশের খাদে নেমে যায়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতীকোনা গ্রামের সৈয়দ মোখছেদ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুল আজিজ সায়েম (২১) এবং হাফিজুর রহমান (২০)।
সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।