চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন বন্ধ না হলে গণপরিবহন বন্ধের ঘোষণা
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে আগামী ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের সব গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। একইসঙ্গে ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব গণপরিবহনও বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন, বাস মালিক গ্রæপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।
লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা বাস মালিক গ্রæপের সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যান চলতে পারবে না। অন্য কোনো উপজেলার অবৈধ যানবাহনও পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যাতে দেখে সহজেই বোঝা যায় কোন উপজেলার যানবাহন এটি। এসব দাবি মানা না হলে আগামী সোমবার (২৩ ডিসেম্বর) থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে। নেতারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে অবৈধ যানবাহন বন্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের আহŸান জানিয়েছেন।