ইমরান খানের ২৫ সমর্থককে সাজা

Share Now..

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ২৫ জন সমর্থককে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির সামরিক স্থাপনায় হামলার জেরে তাদের এ শাস্তি দেওয়া হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং শনিবার ইমরান খানের ২৫ জন কর্মীর সাজার তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ২০২৩ সালের ৯ মে দাঙ্গায় জড়িত ২৫ জনকে সামরিক আদালত দুই থেকে ১০ বছর পর্যন্ত সাজা দিয়েছে।  তবে সামরিক বাহিনীর বিবৃতিতে তাদের অপরাধের বিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি। 

২০২৩ সালে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনা ঘিরে তার সমর্থকরা বিক্ষোভে নামে। দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ চরম সহিংসতায় রুপ নেয়। দেশটির সেনাবাহিনী জানায়, ইমরান খানের সমর্থকরা সরকারি ভবন, সামরিক স্থাপনায় ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া পেছনে জড়িত।  তবে পিটিআই’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের সমর্থকরা সহিংসতায় জড়িত ছিল না। 

ইমরান খানের সমর্থকদের সাজা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি ভয় দেখানোর কৌশল এবং ভিন্নমতকে দমন করার অভিপ্রেত।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *