গাজীপুরে কারখানার অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ১০

Share Now..

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে বোতাম তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এছাড়া আগুনে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাত ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানার ভেতর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

মোহাম্মদ আল মামুন জানান, আহত হয়েছেন অনেকেই। আগুন নিয়ন্ত্রণে এসেছে, ডাম্পিং চলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ বেলা দেড়টার দিকে এমএন্ডইউ ট্রিমস লিমিটেড নামের বোতাম তৈরির ওই কারখানার গুদামে আগুন লাগে। গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু গুদামে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত আগুন কারখানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. ওমর ফারুক বলেন, গুদামঘরের ওপরে টিনের চালের ফাঁক দিয়ে আগুনের শিখা বের হতে দেখতে পেয়ে তারা এগিয়ে যান। পুরো কারখানা আধা পাকা। ভেতরে রাসায়নিক ও প্লাস্টিকজাত দ্রব্য মজুত ছিল। দেড়টার দিকে আগুন লাগার পর খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে কাজ শুরু করেন।

মো. নজরুল ইসলাম নামের ওই কারখানার এক কর্মী বলেন, তারা হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। দ্রুত কারখানার বিভিন্ন কক্ষে থাকা লোকজন বাইরে বের হয়ে আসেন। তিনি অন্তত সাতজনকে আহত অবস্থায় বাইরে বের করে আনতে দেখেছেন। পরে তাদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কর্মীরা কারখানার বিভিন্ন অংশ থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানকার নিকটবর্তী বাসিন্দারা ঘরের জিনিসপত্র বাইরে নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *