জামিন নামঞ্জুর, কারাগারে সালাম মুর্শেদী
হত্যা, হামলা, মারধরসহ চারটি মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. আলতাফ মাহমুদ এ নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আবেদনের পরে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এর আগে দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। সালাম মুর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে তার অনুসারী ও বিরোধীপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে নগরের ডাকবাংলো মোড়ের দিকে যাচ্ছিলেন নেতাকর্মীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের বহনকারী ট্রলারটি চন্দনীমহল (কাটাবন) ঘাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও আব্দুস সালাম মুর্শেদীসহ ২১৪ জনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা করেন বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন। গত ১ অক্টোবর রাতে রাজধানী থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র্যাব।