ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
॥ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥
বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকরা পালাতে শুরু করেছে। ঝিনাইদহ সীমান্তে একের পর এক ভারতীয় নাগরিক আটকের ঘটনা ঘটছে। গত ২০ ডিসেম্বর সুপ্রদিপ হালদার নামে এক ভারতীয় নাগরিক আটকের পর মঙ্গলবার সকালে ভবেন মন্ডল নামে আরেক ভারতীয় নাগরিক বিজিবির হাতে আটক হয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনি সীমান্তের একটি মেহগনী বাগান দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ববেন মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার বনগ্রাম থানার নেতাজী নগর গ্রামের পরেশ মন্ডলের ছেলে। মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্থ কুসুমপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৬১/২০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্টি এ্যাক্টের ৪ ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।