রুদ্ধশ্বাস জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Share Now..

টার্গেট মাত্র ১৪৮। জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমন সমীকরণ নিয়ে এই ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে মহা বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের তোপে ধুঁকতে থাকে প্রোটিয়া ব্যাটাররা। ৯৯ রানে হারায় ৮ উইকেট। তবে কাগিসো রাবাদা এবং মার্কো ইয়ানসেনের ব্যাটে ভর করে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে  টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

নিজেদের প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে এইডেন মার্করাম ও কোরবিন বোচের ব্যাটে ৩০১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। মার্করাম ৮৯ ও কোরবিন ৮১ রান করেন ৯০ রানের লিড পায় প্রোটিয়ারা। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সৌদ শাকিল ও বাবর আজমের ব্যাটে ভর করে ২৩৭ রানে অলআউট হয় পাকিস্তান। শাকিল ৮৪ ও বাবর ৫০ রান করেন। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১৪৮ রানের।

এই ছোট্ট টার্গেটে ব্যাট করতে নেমে আব্বাসের বোলিং তোপে শুরু থেকে ধুঁকতে থাকে প্রোটিয়ারা। দলীয় ৯৯ রানের মধ্যে স্বাগতিকদের ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে পাকিস্তান। তবে এরপর ইয়ানসেনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন রাবাদা। এই দুই ব্যাটারের অবিছিন্ন ৫২ রানের জুটিতে ভর করে ২ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। ইয়ানসেন ১৬ ও রাবাদা ৩১ রানে অপরাজিত থাকেন। এছাড়া মার্করাম ৩৭ ও টেম্বা বাভুমা করেন ৪০ রান। পাকিস্তানের পক্ষে আব্বাস নেন ৬টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *