দামুড়হুদায় অবৈধ সার মজুদ: মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ এবং ব্যবসায়ী মেসার্স আমিরুল ট্রেডার্সের মালিক মো. আমিরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২ জানুয়ারি সকাল ১২ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার ও অতিরিক্ত কৃষি অফিসার। অভিযানের সময় দর্শনা বাসস্ট্যান্ড বাজারে অবস্থিত মেসার্স আমিরুল ট্রেডার্সের মালিক মো. আমিরুল ইসলামের গুদামে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ লঙ্ঘন করে অবৈধ ভাবে মজুদকৃত টিএসপি ৩৩০ বস্তা, ডিএপি ২৪৯ বস্তা, ইউরিয়া ৩৭৩ বস্তা এবং এমওপি ৫৮ বস্তা জব্দ করা হয়।
মোবাইল কোর্ট সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ধারা ১৬(১) লঙ্ঘনের অপরাধে ব্যবসায়ীকে ধারা ১৬(৩) অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আল সাবাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষি বিভাগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *