ক্যাচ নিতে গিয়ে সতীর্থের সঙ্গে সংঘর্ষ, নাক ভাঙলো অজি ব্যাটারের
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষ হয়েছে দুই অস্ট্রেলিয়ার ক্রিকেটারের। ভয়াবহ আঘাত পেয়েছেন দুজনই। এর মধ্যে একজনের তো নাক ভাঙার সঙ্গে কাঁধও সরে গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) পার্থের অপ্টাস স্টেডিয়ামে বিগ ব্যাশের ম্যাচে মুখোমুখি হয় সিডনি থান্ডার্স ও পার্থ স্কর্চার্স। ম্যাচের প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক আঘাত পান সিডনির ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট ও পেসার ড্যানিয়েল স্যামস। মাঠেই স্যাম ও ব্যানক্রফট রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন স্ট্রেচারে শুয়ে। পরে পার্থ হাসপাতালে রাতেও ভর্তি ছিলেন দুজনই। ব্যানক্রফটের নাক–কাঁধ দুটোই ভেঙেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো। বিগ ব্যাশের চলতি আসর, এমনকি এ বছর ঘরোয়া সব প্রতিযোগিতা থেকেই তিনি ছিটকে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর পেস অলরাউন্ডার ড্যানিয়েল স্যামের অবস্থা তুলনামূলক ভালো হলেও তাকে কমপক্ষে ১২ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। তাদের সর্বশেষ আপডেট জানিয়েছেন সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড। তিনি বলেন, ‘ব্যানক্রফট তার পরিবারের সঙ্গে পার্থেই অবস্থান করছে, এ ছাড়া টিম স্টাফরাও আছেন হাসপাতালে। ধারণা করা হচ্ছে– বিবিএলের (বিগ ব্যাশ) বাকি অংশে সে আর খেলতে পারবে না। ড্যান স্যামসের অবশ্য অতটা সমস্যা নেই, তার স্ত্রীকেও বাড়ি থেকে আনা হয়েছে। তাদের স্বার্থে ব্রিসবেনে দলের সঙ্গে পুরো স্টাফ যাচ্ছে না। আগামীকাল রাতে আমাদের পরবর্তী ম্যাচ ব্রিসবেন হিটের সঙ্গে। তবে ইনজুরড ক্রিকেটারদের পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করি দুয়েকদিনের মধ্যে আমরা ভালো সংবাদ পাব।’
প্রতিপক্ষ পার্থের পুরো সময়ে আন্তরিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে ট্রেন্ট কোপল্যান্ড বলেন, ‘দুই ক্রিকেটারের দারুণ স্পিরিট, বছর শেষেও তাদের (পারফরম্যান্স) খুব ভালো ছিল। মাঠে পার্থের (প্রতিপক্ষ) মেডিক্যাল স্টাফ এবং হাসপাতালে দায়িত্বরতদের সহায়তা ছিল দুর্দান্ত। রাতভর তারা দুই ক্রিকেটারকে পর্যাপ্ত সেবা দিয়েছে। থান্ডার ফ্যামেলি ও আহত দুই ক্রিকেটারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা। এ ছাড়া আমাদের দুই ক্রিকেটার ও তাদের পরিবারকে পূর্ণ সমর্থন দিয়ে যাব।’